• আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মেরিন গ্রুপ থেকে মিঠুন চন্দ্র শীলের বিদায়

| নিউজ ডেস্ক ১:১১ অপরাহ্ণ | জুন ১৮, ২০২৫ অন্যান্য

মেরিন গ্রুপের মার্কেটিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিঠুন চন্দ্র শীল তার দীর্ঘ কর্মজীবনের ইতি টেনেছেন। তিনি ৯ নভেম্বর ২০১৬ থেকে ৪ জুন ২০২৫ পর্যন্ত মেরিন গ্রুপে কর্মরত ছিলেন।

মিঠুন চন্দ্র শীল এক বিবৃতিতে জানান, “আমি মেরিন গ্রুপে দীর্ঘ প্রায় সাড়ে আট বছর কাজ করেছি। আজ থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে আমার কোনো ধরনের পেশাগত সম্পর্ক বা দায়বদ্ধতা আর নেই।”

উল্লেখ্য, কর্মকালীন সময়ে মিঠুন চন্দ্র শীল মেরিন গ্রুপের মার্কেটিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।