• আজ ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সভাপতি-সাধারণ সম্পাদক পেল ঢাকা জেলা আ.লীগ

| নিউজ রুম এডিটর ৮:১৯ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০২২ আওয়ামী লীগ, রাজনীতি, লিড নিউজ

ঢাকা জেলার পাঁচটি উপজেলার ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এ সম্মেলনে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে বেনজীর আহমেদকে সভাপতি ও পনিরুজ্জামান তরুণকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাম ঘোষণা করেন বলে বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে। প্রায় আট বছর পর শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুপুর আড়াইটার দিকে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। ঢাকা জেলার পাঁচটি উপজেলার ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এ সম্মেলনে।

এর আগে কমিটির সভাপতি ছিলেন বেনজীর আহমেদ, পনিরুজ্জামান তরুণ ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।