

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : সুন্দর, সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।
নির্বাচনে মোট ১০ জন অভিভাবক প্রতিনিধি অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৮ জন পুরুষ সদস্য ও দুইজন সংরক্ষিত নারী সদস্য অংশগ্রহণ করেন।
পুরুষ সদস্যদের মধ্যে মোঃ আবুল কালাম আজাদ দোয়াত কলম, হাজী মোঃ সুলাইমান মোরগ, মোঃ মিলন মিয়া- বাইসাইকেল, মোঃ সাইফুল ইসলাম বই, মোঃ সোহাগ মিয়া আনারস, মোঃ ফোরকান মিয়া ফুটবল, মোঃ সাইফুল ইসলাম ভূঞা রিপন চেয়ার ও মোঃ আবু নাছের ছাতা। সংরক্ষিত নারী সদস্যরা হলেন মোছাঃ রওশন আরা মাছ ও ফাতেমা আক্তার গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সকাল ১০ টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত টানা ৬ ঘন্টা ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪ টায় ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত সাড়ে ৭ টায় ফলাফল ঘোষণা করা হয়।
প্রিজাইডিং অফিসার কর্তৃক প্রাপ্ত ফলাফলের তথ্যানুযয়ী দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৫৯ ভোট পেয়ে মোঃ আবুল কালাম আজাদ প্রথম হয়ে সাধারণ অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যান্য সাধারণ প্রতিনিধি সদস্যদের মধ্যে হাজী মোঃ সোলাইমান মোরগ প্রতীক পেয়েছেন ৪৪২ ভোট, মোঃ সোহাগ মিয়া আনারস প্রতীক পেয়েছেন ৩৭৯ ভোট ও মোঃ সাইফুল ইসলাম বই প্রতীক পেয়েছেন ৩৫৫ ভোট। সংরক্ষিত নারী সদস্য মোছাঃ ফাতেমা আক্তার গোলাপ ফুল প্রতীক ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসব মুখর হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রিজাইডিং অফিসারকে ধন্যবাদ জানান স্থানীয় সর্বস্তরের মানুষ।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন।
আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকা কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এস.আই) কাউসার আল মাসুদ জানান, আজকের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।