

নিজস্ব প্রতিনিধি ঃ বাস্তবে পরিণত হয়েছে বাংলাদেশী জ্যোতিষী ছালাম শিকদারের আন্তর্জাতিক অঙ্গনের ভবিষ্যৎ বাণী। দেশ ও আন্তর্জাতিক বিষয়ে একের পর এক তাক লাগানো ভবিষ্যৎ বাণী করে তা বাস্তবে পরিনত হওয়ায় বিশ্ব গণমাধ্যমের আলোচনায় এসেছেন তিনি।
গত ২৫ অক্টোবর মঙ্গলবার ব্রিটেনে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন ঋষি সুনাক। ব্রিটেনে ক্ষমতার পালা বদল নিয়ে জ্যোতিষী ছালাম শিকদারের ফেইসবুক ওয়ালে ২০২০ সালের ২০ জুন করা ভবিষ্যৎ বাণী “বদলে যাচ্ছে কি পৃথিবী ?” শিরোনামে তিনি বলেন, আমেরিকা,ব্রিটেন,ইসরাইল, ভারতসহ পৃথিবীর প্রায় অর্ধশত দেশের ক্ষমতাধর ব্যক্তিবর্গ ও শাসক গোষ্ঠীর ক্ষমতার রদবদল হবে। যা পুরোপুরি মিলে যায় । এছাড়াও তিনি বলেছেন করোনা ভাইরাস ও তার প্রতিষেধক এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা যুদ্ধ বিগ্রহ যা পরবর্তীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে রূপ নেবে, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ দেখা দেবে। প্রচার বিমুখ কলাপাড়ার এই কৃতি সন্তান বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের আলোচনায় উঠে আসেন।
নিজেকে এ্যাস্ট্রোলোজার হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন জ্যোতিষী ছালাম শিকদার।
পিপলস নিউজের এক সাক্ষাৎ এ বলেন, আমি একজন ব্যবসায়ী, সখ ও অনুসন্ধানী মনের কৌতুহল নিয়ে বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ শাস্ত্র চর্চা করি, এটি আমার উপার্জনের মাধ্যম নয়। জনকল্যানের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জনই আমার মূল লক্ষ্যো।
তিনি আরও বলেন, ২০১৩ সালে ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎ বাণী করেছিলাম ২০১৪ সালে জার্মান দল বিশ্বকাপ অর্জন করবে। ২০১৬ সালের ৬ নভেম্বর আমার ফেইসবুক ওয়ালে ভবিষ্যৎ বাণী পোষ্ট করি মার্কিন যুক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করবেন। ২০১৭ সালের ২২ অক্টোবর আমি ভবিষ্যৎ বাণী করেছিলাম ডোনাল্ড ট্রাম্প তার কর্মকান্ডের জন্য বিশ্ব ব্যাপী বিতর্কিত হবেন এবং পুনরায় আর ক্ষমতায় আসতে পারবেন না। ২০২০ সালের ৭ নভেম্বর একই ভাবে ভবিষ্যৎ বাণী করি জো বাইডেন হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ছালাম শিকদার আমার দীর্ঘ দিনের পরিচিত। সে যে সকল ভবিষ্যৎবাণী করেন তার ৯৯ শতাংশ বাস্তবে পরিণত হয়। তিনি একজন নির্লোভ ও ধর্মপরায়ন মানুষ। যে কোনো মানুষের হাত না দেখে তার কাছ থেকে একটি ফুলের নাম, একটি সংখ্যা কিংবা একটি রঙের নাম জেনে ভবিষ্যৎবাণী করে থাকেন। সে এক অভাবনীয় প্রতিভার অধিকারী। তার জ্যোতিষ শাস্ত্র সম্পর্কিত প্রতিভা বিশ্বের দরবারে প্রশংসার দাবিদার। সে আমার এলাকার একজন কৃতি সন্তান আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলোজার সোসাইটির সভাপতি ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার বলেন, ছালাম শিকদার আমাদের সংগঠনের অতিরিক্ত মহাসচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। দেশ ও আন্তর্জাতিক বিষয় তার করা ভবিষ্যৎবাণী গুলো পুঙ্খানুপুঙ্খ বাস্তবতার সাথে মিলে যায়, একারণে সে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছে। বিজ্ঞানভিত্তিক জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান আহরণ করে সে মানব কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল শেখ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ছালাম শিকদার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ্যাস্ট্রোলোজার। ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত তার করা প্রতিটি ভবিষ্যৎ বাণী বাস্তবের সাথে হুবহু মিলে যায়। একারণে সে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বারবার প্রশংসা কুড়িয়েছেন।