• আজ ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ | ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহত, কড়া হুঁশিয়ারি পাকিস্তানের | ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ |

রিয়াদ হারায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন হল,Gulf Toledo Restaurant

| নিউজ রুম এডিটর ৭:২৮ অপরাহ্ণ | নভেম্বর ১৪, ২০২২ আন্তর্জাতিক

ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জঃ রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী,জনাব বশীর আহমেদ বাছিরএর নতুন প্রতিষ্ঠান Gulf Toledo Restaurent। এই প্রথম রিয়াদ হারাতে বাংলাদেশী মালিকানাধীন আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট হল,রিয়াদ দূতাবাসের উর্ধতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন জেলার প্রবাসী রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যাবসায়ী, সমাজকর্মী,সাংবাদিক,কর্মজীবী সহ সকল পর্যায়ের লোকজনের উপস্থিতিতে জমকালো আয়োজনের গালফ টলেডো রেস্টুরেন্টের উদ্বোধন।

প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরব রিয়াদের হারায় বাংলাদেশি মালিকানাধীন গালফ টলেডো রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে গালফ টলেডো রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাচী ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফারুক, মিনিস্টার কনসুলারবিঃজেঃ এস এম রাকিব উল্লাহ।

উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রেজা ই রাব্বি, প্রেসসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।

রিয়াদ গালফ টলেডো রেস্টুরেন্টের মালিক বশীর আহমেদ বাসির বলেন- প্রবাসীদের মানসম্মত খাবারের চাহিদা পূরণ করতেই প্রবাসের মাটিতে দেশীয় রেস্টুরেন্ট চালু করেছি।

সৌদি সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে যেকোনো দেশের প্রবাসীরা ব্যবসায়ী নিবন্ধন নিয়ে নিজস্ব ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবেন। ইতিমধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিবন্ধন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন, তাদের মধ্যে বশির মিয়াও একজন। তিনি মনে করেন নিজে প্রতিষ্ঠিত হতে পারলেই দেশের কল্যাণে কাজ করা সম্ভব হবে। প্রবাসে সৃষ্টি হবে বাংলাদেশিদের কর্মসংস্থান। বাড়বে রেমিট্যান্স প্রবাহ।

সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় এতে অংশ নেন রিয়াদের স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সহ বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।