• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

নেইমারের বিশ্বকাপ কি শেষ?

| নিউজ রুম এডিটর ৮:২৫ অপরাহ্ণ | নভেম্বর ২৫, ২০২২ খেলাধুলা, ফুটবল

সার্বিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রাতে রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও পাঁচবারের চ্যাম্পিয়নরা শঙ্কিত অধিনায়ক নেইমারকে নিয়ে।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিট ব্রাজিলের সুপারস্টার নেইমারকে এক পায়ের বুট খুলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়। তার ইনজুরির গভীর চিন্তার ভাঁজ পড়ল ব্রাজিলের টিম ম্যানেজম্যান্টসহ বিশ্বের কোটি ব্রাজিলিয়ান সমর্থকদের কপালে।

মাঠ থেকে নেইমারকে কাঁদতে কাঁদতে বের হতে দেখে সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, নেইমারের বিশ্বকাপ কি চোটের কারণে শেষ হয়ে গেল?

সমর্থকদের এমন আশঙ্কার মাঝে ব্রাজিলের কোচ তিতে আশ্বাস দেন, পরের ম্যাচে খেলতে পারবেন নেইমার। এদিকে মাঠের বাইরে গিয়ে নেইমারকে নিজের পায়ে বরফ লাগাতে দেখা যায়।

ব্রাজিলের কোচ তিতে বলেন, আমি বুঝতে পারিনি যে নেইমারের চোট লেগেছে। এ চোট সারিয়ে ফেরার ক্ষমতা ওর আছে।

নেইমারের চোট নিয়ে ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানান, সার্বিয়ার ফুটবলারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। তার চোট কতটা গম্ভীর তা বুঝতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে।

কাতার বিশ্বকাপে জি গ্রুপে খেলছে ব্রাজিল। আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ড আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।