• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

‘বাংলাদেশের অর্থনীতি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করে গেছে আইএমএফ’

| নিউজ রুম এডিটর ৮:২৯ অপরাহ্ণ | ডিসেম্বর ১০, ২০২২ অর্থনীতি, বাংলাদেশ, লিড নিউজ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের অর্থনীতির হালচাল দেখে ও বুঝে উচ্ছ্বসিত প্রশংসা করে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফরকারী প্রতিনিধি দল।

শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ উপলক্ষ্যে সেমিনার ও সেরা ভ্যাট দাতাদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘তারাও (আইএমএফ) প্রাণ খুলে, মন খুলে বলে গেছেন বাংলাদেশের যে অগ্রগতি, যে অর্জন এটা অসামান্য।’

বিগত ১৪ বছরে বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতার দাবির প্রমাণ দিতে গিয়ে মুস্তফা কামাল বলেন, সপ্তাহ দুই আগে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছিলেন। আমাদের অর্থনীতি দেখাশোনা করার জন্য অথবা আমরা অর্থনীতির কোন স্টেজে আছি- তা দেখার জন্য এসেছিলেন। সফরকালে তারা সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন।

তিনি বলেন, এই যে অর্জনগুলা এক হাতে হয় না। এটা শুধুমাত্র সরকারের হাত দিয়ে বা অন্য কারো হাত দিয়ে হয় না। এটা করতে গেলে দেশটাকে এগিয়ে নিতে হলে দেশের সব মানুষকে আমাদের সঙ্গে নিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে যারা পিছিয়ে আছে তাদের সামনে নিয়ে যাওয়া। এজন্য সরকারকে প্রাপ্য রাজস্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

মুস্তফা কামাল ইসলামের যাকাতের শিক্ষা অনুসরণ করে সবাইকে ভ্যাট-ট্যাক্স দিয়ে দেশের দরিদ্র মানুষে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

পবিত্র কুরআন থেকে একটি উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন যে আমরা খাঁটি মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ না করি।’ তিনি বলেন, ‘ইসলামে যাকাতের কথা বলা হয়েছে বহুবার। যাকাত গরিবের হক। দরিদ্র মানুষের জন্য ইসলামের এই উদ্যোগ। তবে দান করা অর্থকে এই হিসাবে নেওয়া যাবে না।’