• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

মেসিকে নিয়ে গ্রিজম্যানের সতর্কবার্তা

| নিউজ রুম এডিটর ৭:২৪ অপরাহ্ণ | ডিসেম্বর ১৫, ২০২২ খেলাধুলা, ফুটবল

আল বাইত স্টেডিয়ামে গতকাল মরক্কোর ফুটবল বিপ্লব থামিয়ে টানা দ্বিতীয়বারের মতো (সব মিলিয়ে চতুর্থবার) ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচটা তারা জিতেছে ২-০ গোলে। ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২২তম বিশ্বকাপের ফাইনাল।

তবে প্রতিপক্ষের সেরা তারকা লিওনেল মেসি ভাবাচ্ছে ফ্রান্সের তারকা অ্যাতোয়ান গ্রিজম্যানকে। মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলাটা মোটেও সহজ হবে না বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে ইতালি ও ব্রাজিলের। এই দুই দলের সঙ্গে নাম লেখানোর সুযোগ ফরাসিদের। তবে ফাইনালে প্রতিপক্ষের কারণে কাজটা যে কত কঠিন জানেন গ্রিজম্যান।

মরক্কোকে হারানোর পর সংবাদ সম্মেলনে গ্রিজম্যান জানান তাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ মেসি। তিনি বলেন, ‘যেকোনো দলেরই মেসির বিপক্ষে খেলা ভিন্ন ব্যাপার। আর্জেন্টিনা যেসব ম্যাচ খেলেছে আমরা দেখেছি, আমরা জানি তারা কীভাবে খেলে, তারা খুবই কঠিন প্রতিপক্ষ তাদের দেখে ফর্মের তুঙ্গে মনে হচ্ছে। শুধু মেসিই না, তাকে ঘিরে পুরো দলটি শক্তিশালী। ’

এবার কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক খেলা দেখতে গিয়েছেন আর্জেন্টিনা থেকে। জনপ্রিয় দলটির বিপক্ষে খেলতে গেলে গ্যালারির প্রবল জনস্রোতের তোড়ও সামলাতে হবে, সেটাও আছে ফরাসী ফরোয়ার্ডের মাথায়, ‘আমরা জানি এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তারা দর্শকদের সমর্থনও পাবে। আমরা কাল থেকে প্রস্তুতি শুরু করব, দেখা যাক কীভাবে তাদের আঘাত করতে পারি। আমরা খুব ভালো প্রস্তুতি নেব। আর্জেন্টিনা দলে মেসি আছে ফ্রান্স এবং আর্জেন্টিনার মাঝে পার্থক্য গড়ে দিতে পারেন তিনি। ’