• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

লালমনিরহাটে স্বামীর নির্যাতনে স্ত্রী নিহতের অভিযোগ: স্বামী আটক

| নিউজ রুম এডিটর ৭:১৮ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পঞ্চগ্রামে স্বামীর নির্যাতনে স্ত্রী সুস্মিতা রানি (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার এবং নিহতের স্বামী সুবর্ণ রায় (২৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে রামদাস গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার পঞ্চগ্রাম রামদাস গ্রামে প্রায় ৫ বছর আগে সুবর্ণ রায়ের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দিনেশ চন্দ্র রায়ের মেয়ে সুস্মিতা রায়ের। সংসারে সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে তাদের। কিছু বিষয় নিয়ে বেশ কিছুদিন যাবৎ স্বামী ও স্ত্রীর কলহ চলমান ছিলো। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে পারবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়েছিলো। সেদিন স্বামী সুবর্ণ তার স্ত্রীকে শারিরীক নির্যাতন করে। নির্যাতনে অচেতন হয়েছিলেন সুস্মিতা রানি। পরদিন শনিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার হয়। বিষয়টি রহস্যজনক হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে লালমনিরহাট সদর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। এবং জিজ্ঞাসাবাদের স্বামীকে আটক করে।

লালমনিরহাট সদর থানার এস আই তাজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ সময় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।