• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

‘হিরো অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন ঝাড়খণ্ডের লুৎফল হক

| নিউজ রুম এডিটর ৯:৩১ অপরাহ্ণ | মে ২৪, ২০২৩ আন্তর্জাতিক

সমাজসেবায় অসামান্য অবদান রাখায় ‌‘হিরো অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন ঝাড়খন্ডের প্রখ্যাত সমাজকর্মী লুৎফল হক।

গত বুধবার (১৭ মে ২০২৩ইং) ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরে ফাইভ স্টার হোটেল ক্লাকস সিরাজের আন্তর্জাতিক হলরুমে ইন্দো-নেপাল-বাংলাদেশ মিডিয়া কনক্লেভ- ২০২৩ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা তুলে তুলে দেন ভারতের কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল।

এ সময় আইন ও বিচারমন্ত্রী বলেন, লুৎফল হক একজন বড় মাপের সমাজসেবক। তাকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি।

উল্লেখ্য, উক্ত আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী ড. সত্য পাল সিং বাঘেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু লামা, সাাধারন সম্পাদক আবদুর রহমান, ইউপি জার্নালি অ্যাসোসিয়েশনের সভাপতি শিব মনোহর পান্ডে এবং সার্ক জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রফেসর স্মিতা মিশ্র।

এইছাড়াও এই আন্তর্জাতিক মিডিয়া কনক্লেভে উপস্থিত ছিলেন হিন্দি দৈনিক অমর উজলার সম্পাদক বিনোদ অগ্নিহোত্রী, ইন্ডিয়ান এক্সপ্রেস এর কলামিস্ট ও সাংবাদিক অরুণ ত্রিপাঠী। আগ্রা প্রেস ক্লাবের কর্তা অশোক অগ্নিহোত্রী, বিবেক জৈন, সঞ্জয় ত্রিপাঠী, বাংলাদেশের ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়ন এ জেড এম মাইনুল ইসলাম সহ ভারত, নেপাল ও বাংলাদেশের প্রায় তিন শতাধিক সাংবাদিক।