• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

আবাসিক এলাকায় বিএনপির সম্মেলনের অনুমোদন না দিতে থানায় আবেদন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের অনুমোদন না দেওয়ার জন্য হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি আবেদন করা হয়েছে।

বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা। এর আগে রোববার রাতে হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতির সভাপতি হাবিবুল্লাহ হবুল সিদ্ধিরগঞ্জ থানায় ওই আবেদন করেন।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, আগামী ১৭ জুন হিরাঝিল আবাসিক এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে। এই আবাসিক এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং রাস্তাঘাট অপ্রশস্ত হওয়ায় সবসময় যানজট লেগে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এ ছাড়া এই এলাকায় অসংখ্য মার্কেট দোকানপাট, আবাসিক-অনাবাসিক স্কুল অ্যান্ড কলেজ মসজিদ ও মাদ্রাসা অবস্থিত হওয়ায় এই এলাকায় সম্মেলন অনুষ্ঠিত হলে এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। তাই আবাসিক এলাকার মধ্যে এ জাতীয় একটি বড় রাজনৈতিক দলের সম্মেলন আয়োজনের অনুমতি প্রদান না করে এলাকার বাইরে অন্যত্র অনুমতি প্রদানের আবেদন জানানো হয় ওই আবেদনপত্রে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ বিষয়ে গত দুদিন আগে থানায় একটি আবেদন হয়। হীরাঝিল এলাকায় বিএনপির সম্মেলনের বিষয়ে তারা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। তাই এ বিষয়ে হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতিকে তাৎক্ষণিকভাবে কোনো পরামর্শ দেওয়া সম্ভব হয়নি। তাদের নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নিকট আবেদন করতে বলা হয়েছে।