• আজ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি | আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল | সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরাইলকে কড়া হুঁশিয়ারি | মির্জা ফখরুলের সাথে বৈঠক করলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস | ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা |

আবাসিক এলাকায় বিএনপির সম্মেলনের অনুমোদন না দিতে থানায় আবেদন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের অনুমোদন না দেওয়ার জন্য হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি আবেদন করা হয়েছে।

বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা। এর আগে রোববার রাতে হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতির সভাপতি হাবিবুল্লাহ হবুল সিদ্ধিরগঞ্জ থানায় ওই আবেদন করেন।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, আগামী ১৭ জুন হিরাঝিল আবাসিক এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে। এই আবাসিক এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং রাস্তাঘাট অপ্রশস্ত হওয়ায় সবসময় যানজট লেগে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এ ছাড়া এই এলাকায় অসংখ্য মার্কেট দোকানপাট, আবাসিক-অনাবাসিক স্কুল অ্যান্ড কলেজ মসজিদ ও মাদ্রাসা অবস্থিত হওয়ায় এই এলাকায় সম্মেলন অনুষ্ঠিত হলে এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। তাই আবাসিক এলাকার মধ্যে এ জাতীয় একটি বড় রাজনৈতিক দলের সম্মেলন আয়োজনের অনুমতি প্রদান না করে এলাকার বাইরে অন্যত্র অনুমতি প্রদানের আবেদন জানানো হয় ওই আবেদনপত্রে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ বিষয়ে গত দুদিন আগে থানায় একটি আবেদন হয়। হীরাঝিল এলাকায় বিএনপির সম্মেলনের বিষয়ে তারা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। তাই এ বিষয়ে হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতিকে তাৎক্ষণিকভাবে কোনো পরামর্শ দেওয়া সম্ভব হয়নি। তাদের নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নিকট আবেদন করতে বলা হয়েছে।