• আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরশমায় জাসপার জেলা কার্যনির্বাহী কমিটি সম্পন্ন

| নিউজ রুম এডিটর ১১:৫৪ অপরাহ্ণ | জুন ২০, ২০২৩ আন্তর্জাতিক

আন্তর্জাতিক : রাহুল গুপ্ত, নেপাল জনতা সমাজবাদী পার্টি (জেএসপি) নেপাল পারসা শূন্য পদ পূরণ করে জেলা সমন্বয় কমিটি (জেলা ওয়ার্কিং কমিটি) সম্পন্ন করেছে। জেলা সভাপতি রাম নরেশ প্রসাদ যাদব সভায় সভাপতিত্ব করেন এবং নতুন সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও উপ-সচিব পদে নিয়োগের মাধ্যমে জেলা কার্যনির্বাহী কমিটি সম্পন্ন করেন।

এই অনুসারে, অজয় ​​চৌরাসিয়া, নগেন্দ্র প্রসাদ যাদব এবং মিথিলেশ সিংকে জেলা সহ-সভাপতি, সুশীল শাহ কানু, নুর আলম আনসারি ও সুনীল কুশওয়াহাকে উপ-সচিব এবং শর্মিলা বিস্তাকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে, জাসপা জেলা সম্পাদক তাবরেজ আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন পৌরসভা থেকে দলীয় নেতাদেরও শূন্য ২০ সদস্য পদের জন্য মনোনীত করা হয়েছে। আহমেদ জানান, শূন্য পদে থাকা কর্মকর্তা ও সদস্যদের মনোনীত করে ৯৭ সদস্যের জেলা ওয়ার্কিং কমিটি পুনর্গঠন করা হয়েছে।