

মো:তারিকুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল, এক কেজি গাঁজা ও দুই বোতল মদসহ মোছা. হাসিনা খাতুন (৪০) নামের এক নারী মাদককারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার খয়েরহুদা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসিনা খাতুন খয়েরহুদা রিফুজিপাড়ার ইনামুল হকের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিরুল ইসলাম এবং এসআই এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জীবননগর থানাধীন খয়েরহুদা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ১৯০ বোতল ফেন্সিডিল, এক কেজি ও দুই বোতল ভারতীয় মদসহ হাসিনা খাতুনকে তাঁর নিজ বসতঘর হতে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত হাসিনা খাতুনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (২৩ জুন) তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।