• আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

| নিউজ রুম এডিটর ১২:৪৬ অপরাহ্ণ | জুন ২৬, ২০২৩ সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে ৫৪ জন আত্মসমর্পণকারী বনদস্যুর মাঝে র‌্যাব-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন প্রেস ক্লাব চত্বরে এ ঈদ উপহার নগদ অর্থসহ উপহার সামগ্রী বিতরণ করে র‌্যাব-৮।

র‌্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‌্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন র‌্যাব-৮ এর এএসপি মোহাম্মাদ ফয়জুল ইসলাম।

ঈদ সামগ্রী বিতরণকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আত্মসমর্পণকারী জলদস্যু সংক্রান্ত এ পর্যন্ত ৫৩টি মামলা নিষ্পত্তি হয়েছে ও ১৩০টি মামলা নিষ্পত্তি হওয়ার প্রক্রিয়াধীন আছে।

এএসপি মোহাম্মাদ ফয়জুল ইসলাম বলেন, আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সব জলদস্যু ও বনদস্যুদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলাব্যতীত অন্য সব সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজির পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী ও ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

ঈদ সামগ্রী পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আত্মসমর্পণকারী বনদস্যু ও তাদের পরিবারের সদস্যরা বলেন, র‌্যাবের এ ধরনের মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমাদের স্বাভাবিক জীবন ফিরে আসতে র‌্যাব কর্তৃপক্ষ ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসিন উল হাকিম ভাইয়ের অবদান আমরা কখনো ভুলবো না।