• আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সাজেকে প্রাইভেট কার খাদে, ৪ পর্যটক আহত

| নিউজ রুম এডিটর ৬:০৪ অপরাহ্ণ | জুলাই ৬, ২০২৩ সারাদেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে বাঘাইহাট যাওয়ার পথে প্রাইভেট কার খাদে পড়ে চার পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সাজেক আর্মি ক্যাম্প থেকে ৪-৫ কিলোমিটার দক্ষিণপূর্বে হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি ব্রেক ফেল করে রাস্তা থেকে ৬০-৭০ ফুট নিচে পড়ে যায়।

আহতরা হলেন- ঢাকার মিরপুরের শাহরিয়ার ইকবাল (৪২) ও ফেনীর পাঠানপাড়া এলাকার তাইছির আহমেদ (৪০)। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই সাজেক আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল পিকআপ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাজেকে নিয়ে আসে। সেখানে ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, ব্রেক ফেল করে গাড়িটি রাস্তার নিচে পড়ে যায়। আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।