• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি |

তামিম ক্রিকেটে ফেরায় শিশুদের উচ্ছ্বাস

| নিউজ রুম এডিটর ৫:২৭ অপরাহ্ণ | জুলাই ১১, ২০২৩ অর্থনীতি

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে কাছে পেয়ে উচ্ছ্বাস জানিয়েছে শিশুরা। প্রিয় খেলোয়াড়কে পাশে পেয়ে সবার মধ্যে আনন্দ বিরাজ করছিল। তামিমকে খেলায় ফিরিয়ে আনার জন্য এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় শত শত শিশু।

রোববার (৯ জুলাই) ঢাকার মহাখালীতে একটি সিনেপ্লেক্সে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের একমাত্র সন্তান আরিয়ান রুবেন তানভীরের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তামিমকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। প্রিয় খেলোয়াড়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তারা।

অনুষ্ঠানে তামিম বলেন, আপনারা জানেন যে গত দুই-একদিন আমার জন্য কঠিন ছিল। এ সময়ে আমি সাধারণত বাসায় থাকতে পছন্দ করি। পরিবারের সদস্যের জন্মদিনে আমার থাকাই লাগত। তানভীর ভাই আমার পরিবারের সদস্যের মতো, বড় ভাইয়ের মতো। আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই এবং তিনি যখন বললেন আমার খেলতে হবে, আমার আর কোনো অপশন ছিল না। কারণ ওনার চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ না। আর উনি যখন আমাকে একটি কাজ করতে বলছেন, তখন আমার জন্য না করা এক ধরনের অসম্ভব ব্যাপার।

তামিমের বক্তব্যের পর একসঙ্গে উল্লাস প্রকাশ করেন সিনেপ্লেক্স ভর্তি দর্শনার্থীদের সবাই। এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরাও।

গত শুক্রবার (৭ জুলাই) স্ত্রীকে সঙ্গে নিয়ে গণভবনে যান তামিম। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম।