• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

তামিম ক্রিকেটে ফেরায় শিশুদের উচ্ছ্বাস

| নিউজ রুম এডিটর ৫:২৭ অপরাহ্ণ | জুলাই ১১, ২০২৩ অর্থনীতি

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে কাছে পেয়ে উচ্ছ্বাস জানিয়েছে শিশুরা। প্রিয় খেলোয়াড়কে পাশে পেয়ে সবার মধ্যে আনন্দ বিরাজ করছিল। তামিমকে খেলায় ফিরিয়ে আনার জন্য এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় শত শত শিশু।

রোববার (৯ জুলাই) ঢাকার মহাখালীতে একটি সিনেপ্লেক্সে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের একমাত্র সন্তান আরিয়ান রুবেন তানভীরের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তামিমকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। প্রিয় খেলোয়াড়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তারা।

অনুষ্ঠানে তামিম বলেন, আপনারা জানেন যে গত দুই-একদিন আমার জন্য কঠিন ছিল। এ সময়ে আমি সাধারণত বাসায় থাকতে পছন্দ করি। পরিবারের সদস্যের জন্মদিনে আমার থাকাই লাগত। তানভীর ভাই আমার পরিবারের সদস্যের মতো, বড় ভাইয়ের মতো। আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই এবং তিনি যখন বললেন আমার খেলতে হবে, আমার আর কোনো অপশন ছিল না। কারণ ওনার চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ না। আর উনি যখন আমাকে একটি কাজ করতে বলছেন, তখন আমার জন্য না করা এক ধরনের অসম্ভব ব্যাপার।

তামিমের বক্তব্যের পর একসঙ্গে উল্লাস প্রকাশ করেন সিনেপ্লেক্স ভর্তি দর্শনার্থীদের সবাই। এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরাও।

গত শুক্রবার (৭ জুলাই) স্ত্রীকে সঙ্গে নিয়ে গণভবনে যান তামিম। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম।