• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে: কামরুল ইসলাম

| নিউজ রুম এডিটর ৬:৪০ অপরাহ্ণ | জুলাই ১২, ২০২৩ বিএনপি, রাজনীতি

বিএনপির কারণে বিদেশিরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে। নির্বাচন কমিশনকে সরকার কোনোভাবে প্রভাবিত করবে না।’

কামরুল ইসলাম বলেন, ‘সংবিধান অনুসারেই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে। শেখ হাসিনাই পরবর্তী নির্বাচনের বিজয়ীদের হাতে ক্ষমতা তুলে দেবেন।’

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে অপশক্তিকে বিতারিত করতে হবে।

আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিজয়ী করতে এ সময় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

একই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির সমাবেশের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা তৈরি করা। ২০১৪-১৮ নির্বাচনেও তারা এক দফা দিয়েছিল, লাভ হয় নাই। এবারের এক দফার আন্দোলনও বেলুনের মতো ফুটে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগও একদফা দেবে, সেটা সন্ত্রাসের বিরুদ্ধে। যারা মানুষ পুড়িয়ে মারে তাদের রাজনীতির কোনো অধিকার নেই।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।