• আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ |

বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে: কামরুল ইসলাম

| নিউজ রুম এডিটর ৬:৪০ অপরাহ্ণ | জুলাই ১২, ২০২৩ বিএনপি, রাজনীতি

বিএনপির কারণে বিদেশিরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে। নির্বাচন কমিশনকে সরকার কোনোভাবে প্রভাবিত করবে না।’

কামরুল ইসলাম বলেন, ‘সংবিধান অনুসারেই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে। শেখ হাসিনাই পরবর্তী নির্বাচনের বিজয়ীদের হাতে ক্ষমতা তুলে দেবেন।’

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে অপশক্তিকে বিতারিত করতে হবে।

আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিজয়ী করতে এ সময় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

একই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির সমাবেশের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা তৈরি করা। ২০১৪-১৮ নির্বাচনেও তারা এক দফা দিয়েছিল, লাভ হয় নাই। এবারের এক দফার আন্দোলনও বেলুনের মতো ফুটে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগও একদফা দেবে, সেটা সন্ত্রাসের বিরুদ্ধে। যারা মানুষ পুড়িয়ে মারে তাদের রাজনীতির কোনো অধিকার নেই।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।