• আজ ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ | ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহত, কড়া হুঁশিয়ারি পাকিস্তানের | ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ | মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগ | আ. লীগের নিবন্ধন বাতিল কবে, জানালেন সিইসি | নিষিদ্ধ আওয়ামী লীগ, বিবৃতিতে যা বললেন মির্জা ফখরুল | বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাশ্মীর, ভেস্তে যাচ্ছে না তো যুদ্ধবিরতি? | যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান |

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

| নিউজ রুম এডিটর ১:৪১ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ঢাকা সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচনি অনুসন্ধানী দল।

শনিবার বিএনপির সঙ্গে বৈঠকের পর জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সেরে ঢাকা শেরাটন হোটেলে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বসেন সফরকারী প্রতিনিধিদলের সদস্যরা।

দুপুর ১২টায় শুরু হওয়া এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৯ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

জানা যায়, বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের নেতারা শেরাটনে আসেন। ১২টা বাজার কিছু সময় আগে ইইউ প্রতিনিধিদলের পাঁচ সদস্যকে একসঙ্গে বনানীর এই হোটেলে প্রবেশ করেন।

এর আগে এই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপি বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে না।

যদিও বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে আওয়ামী লীগ। সাম্প্রতিক সমাবেশেও ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন হবে।

এদিকে আজ বেলা আড়াইটায় জামায়াতে ইসলামী এবং বিকাল ৪টায় এবি পার্টির সঙ্গে সফররত ইইউ প্রতিনিধিদলটির বৈঠক করার কথা রয়েছে।