• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

আওয়ামীলীগকে দমানো অসম্ভব

| নিউজ রুম এডিটর ১২:৩৯ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি

চট্টগ্রাম-১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপির হামলা ভাংচুর ও নাশকতার প্রতিবাদে বিএনপির চট্টগ্রাম মহানগর দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

১৯ জুলাই বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বিএনপির দলীয় কার্যালয় কাজীর দেউড়ী মোড়স্থ নাছিমন ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তরুণ আওয়ামীলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর প্রধান অতিথির বক্তব্যে বলেন,আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী তথা আওয়ামীলীগের কর্মী। আওয়ামীলীগের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামীলীগ।

আজকের দিনে বিএনপি তথাকথিত গণতন্ত্র ও একদফা দাবীর নামে গত কয়েকদিন ধরে সারা দেশে নাশকতা সৃষ্টি করছে। যার হামলা থেকে বাদ যায় নি আজকের চট্টগ্রাম ১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও তান্ডব চালিয়েছে। এ হলো বিএনপির গণতন্ত্র ও নির্বাচনের নমুনা। এসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেল, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়,তাহলে রাজপথে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন রাজপথে তাদের মোকাবিলা করবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন,উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম,দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী,গাজী জাফর উল্লাহ,নগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার,সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম চৌধুরী নোভেল,নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজুর রহমান আজিজ,তোসাদ্দেক নূর চৌধুরী তপু,শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু,নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি, ফরহাদুল ইসলাম রিন্টু,হোসেন আহমেদ রুবেল,রাহুল দাশ,স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন,মিজানুর রহমান মিজান, মোশরাফুল হক পাভেল চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতির মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগের আনোয়ার হোসেন পলাশ,মায়মুন উদ্দীন মামুন,ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুন,আব্দুল্লাহ আল সাইমুন,হাসমত খান আতিফ,এম ইউ সোহেল, সাফায়েত হোসেন রাজু,তৌহিদুল করিম ঈমন,ইয়াসির আরাফাত রিকু সহ প্রমুখ বক্তব্য রাখেন।