

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ পর্যন্ত উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা চৌরাস্তাসহ থরিগাও ও নন্দনকোনা এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে নানামুখী তথ্য তুলে ধরার পাশাপাশি আগামী নিবার্চনে নৌকার বিজয় কামণা করে জণসাধারণের কাছে ভোট প্রত্যাশা করেন মুন্সিগঞ্জ-১ তথা (সিরাজদিখান-শ্রীনগর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কপাসের হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা বেগম, কোষ্যধক্ষ শাহজাহান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, শ্রীনগর উপজেলা ওলামালীগের সভাপতি আলিনুর শেখ, কোলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নোবেল হাওলাদার, কোলা ১নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন, কোলা ১,২ ও ৩নংওয়ার্ডের নারী ইউপি সদস্য সালমা বেগম, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস আহমেদ পাপ্পু, আটাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক শওকত হোসেন বাদশা, কোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ মোল্লা,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিল লিমন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার সহ কোলা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।