• আজ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি | আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল | সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরাইলকে কড়া হুঁশিয়ারি | মির্জা ফখরুলের সাথে বৈঠক করলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস | ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা |

বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে গেছে, চলছে পিকআপে

| নিউজ রুম এডিটর ৪:৪৫ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৩ বিএনপি, রাজনীতি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে গেছে। শনিবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার আগেই মঞ্চ ভেঙে পড়ে। যে কারণে একটি পিকআপ ভ্যানে সমাবেশ পরিচালনা করতে হচ্ছে।

জানা গেছে, দুপুর ১টার পর সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এসময় মঞ্চে অতিরিক্ত নেতাকর্মী উঠলে তা ভেঙে পড়ে। তবে ভেঙে পড়ার সময় সমাবেশ মঞ্চে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন না। আর মঞ্চ ভেঙে পড়লে অস্থায়ী মঞ্চের জন্য পিকআপ ভ্যানটি আনা হয়।

মঞ্চ ভেঙে পড়ার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মঞ্চ ভেঙে গেছে। এখন আপনারা কেউ আর মঞ্চে আসবেন না। পিকআপ ভ্যানে সমাবেশ চলবে।

এদিকে দুপুর ২টা ১৮ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের গেট ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।