আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলার সুধীজন,ব্যবসায়ী,শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ২২ জুলাই শনিবার রাতে থানা ভবনের সম্মেলন কক্ষে নবাগত অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও থানা ওসি তদন্ত দিবাকর অধিকারীর পরিচালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌরসভার মেয়র ও গাইবান্ধা জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম মন্ডল, পলাশবাড়ী কমিউনিটি পুলিশীং এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব সরকার তারা ,প্যানেল মেয়র ও গাইবান্ধা জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান ,হিন্দু বধ্য খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলিপ চন্দ্র সাহা,পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা হাট বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি গোলাম আজমসহ অন্যান্যরা।
এ মতবিনিময়ের সভায় আগামী দিনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা। এ সভায় নবাগত অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন উপজেলা পেশাজীবী সংগঠন গুলোসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করে। তিনি থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও জুয়াসহ সকল অপরাধ দমনের আশা ব্যক্ত করেছেন। এছাড়াও তিনি সামাজিক জনসচেতনতা সৃষ্টি ও স্মার্ট পুলিশী সেবা প্রদানের অঙ্গিকার করেন।