• আজ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ইসি ঘেরাও: গণ অধিকার পরিষদকে পথেই আটকালো পুলিশ

| নিউজ রুম এডিটর ৪:৪১ অপরাহ্ণ | জুলাই ২৬, ২০২৩ বিএনপি, রাজনীতি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও করতে যাওয়ার পথে গণ অধিকার পরিষদের মিছিল আটকে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বাংলামটরে অবস্থান করছিলেন। এ সময় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড থেকে মিছিল শুরু করে গণ অধিকার পরিষদ। পল্টন, জিরো পয়েন্ট, মৎস্য ভবন ও শাহবাগ হয়ে বাংলামটর মোড়ে পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। তখন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলের নেতাকর্মীদের বলেন, যারা ইসি কার্যালয় ঘেরাও করতে এসেছেন, তারা এখানে বসে পড়েন। আমরা যেকোনো মূল্যে কমিশন ঘেরাও করব।