

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউপির সিংগানলা এলাকায় কথিত মোজাম বিনোদন পার্কের মালিক মোজাম্মেল হকের আম বাগান থেকে থেকে এ লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই নারীর পরনে কালো রঙের শাড়ি ছিল। তার আনুমানিক বয়স ৩৮ বছর বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮ টার স্থানীয়রা গ্রাম পুলিশের মাধ্যমে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।