কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৩ (তেইশ) বোতল ভারতীয় মদ সহ মিলন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ওই মাদক ব্যবসায়ী উপজেলার মির্জাপাড়া এলাকার মোঃ রুবেল মিয়ার ছেলে।
রবিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।
ওসি জানান, রবিবার (২৯ জুলাই) দিবাগত রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় অভিযানে ২৩ (তেইশ) বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী মিলন মিয়াকে গ্রেফতার করে।
ওসি রূপ কুমার সরকার বলেন, ‘গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করা হয়েছে।’