• আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণায় আসছে পলাশবাড়ী

| নিউজ রুম এডিটর ৭:৪৩ অপরাহ্ণ | আগস্ট ৭, ২০২৩ বাংলাদেশ

আশরাফুল ইসলাম গাইবান্ধা :: মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্ণবাসনের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়নের নিমিত্তে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে আগামী ৯ আগস্ট উদ্বোধন যোগ্য ১৮০ টি ঘরের হস্তান্তরের বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং ৭ আগস্ট সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট গণভবন হতে ভার্চূয়ালী পলাশবাড়ী উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন জানিয়ে এ প্রেস ব্রিফিংয়ে আশ্রয়ণ প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা নাহিদুজ্জামান, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মঞ্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান,উপজেলার হোসেনপুর ইউনিয়নের চাকলা গ্রামে ১৬টি, লক্ষ্মীপুর ৫ টি,চেরেংগা ১৪ টি,ডাকেরপাড়া ৬ টি, মেরীরহাট ৩ টি, রামকৃষ্ণপুর ৬ টি,মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা ১ টি, খামার বালুয়া ২০ টি, বরিশাল ইউনিয়নে রামপুরে ৫৪ টি, পলাশবাড়ী পৌরসভার পলাশগাছী ১২ টি,গিরিধারীপুর ৯ টি, কাশিয়াবাড়ী ৬ টি, বুজরুক টেংরা ১৫ টি, নয় আনা নওদা ৮ টি, বেড়াডাঙ্গা ৫ টিসহ মোট ১৮০ টি ঘর হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, আগামী ৯ তারিখে গণভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন এবং একই সাথে পলাশবাড়ীকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন। ১৮০ জন উপকারভোগীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপকারভোগীর মাঝে জমি ও ঘরের যাবতীয় দলিলসমূহ হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এ পর্যন্ত পলাশবাড়ীতে ৫৬০ জন সুবিধা ভোগী ভূমি ও গৃহ প্রদান সুবিধা পেয়েছেন।