• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

দেবিদ্বার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

| নিউজ রুম এডিটর ১০:৫৩ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০২৩ সারাদেশ


এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১০ আগস্ট)বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।এ সময় আওয়ামীলীগ থেকে নির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ১নং ওয়ার্ডের কামরুন্নাহার,২নং ওয়ার্ডের শামীমা আক্তার ও ৩নং ওয়ার্ডের শারমিন আক্তারসহ সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডের মোঃ আব্দুল কাদের,২নং ওয়ার্ডের মোঃ আমির হোসেন, ৩নং ওয়ার্ডের সৈয়দ নাঈমুল হোসেন,৪নং ওয়ার্ডের মোঃ আবুল হোসেন,৫নং ওয়ার্ডের মোঃ আবুল বাশার সরকার,৬নং ওয়ার্ডের মোঃ আব্দুল আলিম,৭নং ওয়ার্ডের মোঃ বাছির উদ্দিন,৮নং ওয়ার্ডের মোহাম্মদ মজিবুর রহমান ও ৯নং ওয়ার্ডের মাওলানা আবু সাঈদ উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন।শপথ বাক্য পাঠ করান চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান,দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলাতানাসহ অন্যান্য কর্মকর্তাগণ।

উল্লেখ্য,গত ১৭ জুলাই পৌরসভা নির্বাচনে সাইফুল ইসলাম শামীম ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নারিকেলগাছ প্রতিকের মোঃ আবুল কাসেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট।৪ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন মেয়র শামীম।