• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

একদফা দাবিতে বিএনপির গণমিছিলে ব্যাপক সমাগম

| নিউজ রুম এডিটর ৫:০৮ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০২৩ বিএনপি, রাজনীতি, লিড নিউজ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের একদফা দাবিতে রাজধানীতে গণমিছিল করছে বিএনপি।

শুক্রবার বিকাল ৪টায় দয়াগঞ্জ ও গুলশান-১ থেকে পৃথক দুটি গণমিছিল বের করে দলটি। মিছিলে ব্যাপক লোক সমাগম হয়েছে।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে ফেরার দাবিতে স্লোগান দেন।

এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা এ দুই স্থানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নেয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিলটি দয়াগঞ্জ থেকে শুরু হয়ে শেষ হবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

এ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপরদিকে মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলটি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শেষ হবে মহাখালী বাস টার্মিনালে।

মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এর আগে গত ১৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব চার দিনের কর্মসূচির ঘোষণা দেন।

একদফা দাবি মেনে নিতে সরকারকে চাপ দিতে আগামীকাল শনিবার মহানগর ও জেলা পর্যায়ে রোডমার্চ করবে বিএনপি।

১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে এক দফার ঘোষণা দেয়। এই এক দফার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান। এরপর তারা গত ২৮ জুলাই যুগপৎভাবে ঢাকায় মহাসমাবেশ, ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি এবং ঢাকায় গত ১১ আগস্ট গণমিছিল করেছে।