• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি | এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করার দাবিতে ইবি আইন  শিক্ষার্থীদের মানববন্ধন | মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩ | মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা |

মানবিক সাহায্যের আবেদন

| নিউজ রুম এডিটর ৮:৪৮ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০২৩ সারাদেশ

গত ১৬ই আগস্ট (বিকেল ৫টায়) চট্টগ্রামের বড়পোল আনন্দ বাজার অটো ওয়ার্কশপে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয় সোনাগাজীর চর শাহাপুর গ্রামের অসহায় আনোয়ার হোসেন। সে বর্তমানে চট্টগ্রাম লালদিঘীর পাড় জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তিনি Surgiscope Hospital Ltd (Unit-2) তে ভর্তি ছিলেন।

মেডিকেল রিপোর্ট ও তার পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় তার ডান হাত ও বাম পা উড়ে গেছে, বুকে চোখে ও কানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে।

সোনাগাজী সদর ইউনিয়নের চর শাহাপুর (ডেবারপাড়) এলাকার মোঃ ইসমাইল ও চেমনা খাতুন দম্পতির ২য় সন্তান সে, তার স্ত্রী ও ২ বছরের ১টা শিশু সন্তান রয়েছে। আনোয়ারের চিকিৎসা বাবদ এই পর্যন্ত দায় দেনা করে প্রায় ৪লাখ টাকা ব্যায় করেছে তার পরিবার, এতে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। পূর্ণাঙ্গ চিকিৎসা করতে আরও অনেক টাকা প্রয়োজন।

এমতাবস্থায় সমাজের বিত্তবান লোকদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন তার পরিবার। আর্থিক সহায়তা করতে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন-

মোঃ ইউনুস (আনোয়ারের বড়ভাই)
মোবাইল নং ০১৭৪৫-৩৬২৭৮৪ (বিকাশ)