

গ্রেফতারি পরোয়ানা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হঠাৎ রাজশাহীতে দেখা গেছে।
গ্রেফতারি পরোয়ানা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হঠাৎ রাজশাহীতে দেখা গেছে।
বুধবার (০৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকায় বিএনপির ঝটিকা মিছিলে অংশ নেন তিনি। তারপর রিজভী কোথায় গিয়েছেন তা স্থানীয় নেতারা জানেন না বলে দাবি করেছেন। এমনকি রিজভীর রাজশাহী আসা ও মিছিলে অংশ নেওয়ার বিষয়টি নিজেদের অজানা দাবি করেছেন নেতারা।
তবে বিএনপির দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে বুধবার ভোর সাড়ে ৬টায় রাজশাহীতে এই মিছিলে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতা রিজভী। মিছিলটি সিটি হাট রোডের ডাবতলা মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন রিজভী।
এর আগে গত সোমবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী যুবদলের সদস্যসচিব রেজাউল করীম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনাজ খুরশীদ রিজভী, রনি প্রামাণিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।