

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার ৪র্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের হোসেন বখত চত্বরে সংগঠনের হল রুমে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা
মোঃ সোনা মিয়া, মোঃ হাসান আহমেদ, সংগঠনের সভাপতি ওয়ারেন্ট অফিসার মোঃ গোলাম রাব্বানী, সহসভাপতি মোঃ আজাদ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শওকত, সহ সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, অর্থ সম্পাদক মুস্তাক আহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান দপ্তর সম্পাদক মোঃ তাজ উদ্দিন আহমেদ প্রচার সম্পাদক মোঃ আব্দুল করিম বাবুল প্রমুখ।
কেক কাটা ও আলোচনা সভা শেষে সংগঠনের অন্যতম সদস্য, বিশ্বম্ভপুর উপজেলা সুলেকাবাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম তপনকে সংগঠনের উদ্যোগে সম্মাননা প্রদান করা হয়।