• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

২৮ অক্টোবরের পর আজ খুলছে বিএনপির গুলশান কার্যালয়

| নিউজ রুম এডিটর ১১:২৭ পূর্বাহ্ণ | জানুয়ারি ৮, ২০২৪ বিএনপি, রাজনীতি, লিড নিউজ

 

সদ্য বিদায়ী বছরের ২৮ অক্টোবরের পর প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসনের কার্যালয় খুলছে আজ সোমবার (৮ জানুয়ারি)। এদিন সকাল ১১টায় রবিবারের (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরছে গুলশানের এই কার্যালয়ে। দুই মাস ১০ দিন পর কার্যালয়টিতে ফিরবেন নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ২৮ অক্টোবরের পর চেয়ারপারসনের কার্যালয়ে প্রথম কার্যক্রম চালু হচ্ছে সোমবার। সকাল ১১টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। উপস্থিত থাকবেন স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দলের কার্যালয় বন্ধ করা হয়। একই দিন থেকে বন্ধ হয় বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়টিও। নেতারা ফেরারি কর্মসূচি পালন করেছেন দীর্ঘ দুই মাস। সোমবার সকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির নেতারা নতুন কর্মসূচি ও আগামী দিনে দলের অবস্থান কী হবে, তা পরিষ্কার করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির পাশাপাশি অন্যান্য কয়েকটি বিরোধী দলও সংবাদ সম্মেলন ডেকেছে সোমবার। গণতন্ত্র মঞ্চ, এলডিপি, এবি পার্টি সংবাদ সম্মেলন ডেকেছে। এছাড়া প্রেস ক্লাবে নুরুল হক নুরের নেতৃত্বে মিছিল করবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম জানান, ১২ দলীয় জোট দুপুর ১২টায় তোপখানা রোড বিএমএ ভবনের সামনে থেকে কালো কাপড় মুখে বেঁধে মৌন মিছিল করবে।