• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ, যে সব কথা হলো | দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম | ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নির্বাচনের সিডিউল ঘোষণার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ | সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি | তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা | আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক | রাতে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা | অভ্যুত্থানের নেতৃত্বে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক নয়’ | বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের | দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাক সমর্থকদের |

৮ ই ফাল্গুন না ২১ শে ফেব্রুয়ারি কোনটা মাতৃভাষা?

| নিউজ রুম এডিটর ১০:২৮ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২১, ২০২৪ লিড নিউজ, সম্পাদকীয়

 

১৯৫২ এর ভাষা আন্দোলন এর কথা হয়তো অনেকেই জানেনা। কিন্তু ২১ শে ফেব্রুয়ারি সবাই জানে মাতৃভাষা দিবস। মাতৃভাষার ছোট্ট একটি শব্দ হারিয়ে গেছে কালের বিবর্তনে ৮ই ফাল্গুন, কোথাও লেখা হয়না বাংলা ভাষার এই শব্দটা।  এমনকি গুগলে ও এর কোন ব্যানার পোষ্টার খুজে পাওয়া যায়না। অথচ এই ভাষার মান রাখতে প্রান দিয়াছে আমাদের ভাই।

সালাম বরকত রফিক শফিক সহ আরো অনেকে সেদিন মাতৃভাষার জন্য প্রান দিয়েছেন। প্রান দিয়েও কি মাতৃভাষা দিবস পালিত হচ্ছে? প্রশ্ন ভাষাবিদদের কাছে।

ছোট বেলায় স্কুলে গাইতাম…..

” মাগো ৮ ই ফাল্গুনের কথা আমরা ভুলিনাই, সেদিন সালাম, বরকত, রফিক, শফিক প্রান দিয়াছে আমার ভাই, ৮ ই ফাল্গুনের কথা আমরা ভুলিনাই”

এখন স্কুলে একটাই গান……

“আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমিকি ভুলিতে পারি ”

সেই ইংরেজি ভাষায় ২১ শে ফেব্রুয়ারির সাথেই পরিচয় বহন করছে মাতৃভাষা দিবস! হায় আফসোস বাঙালি।

৮ ই ফাল্গুনের কথা কেউ জানেনা, জানে শুধু ২১ শে ফেব্রুয়ারির কথা। এখানে কি মাতৃভাষা দিবস পালিত হচ্ছে? হচ্ছেনা।

এখন অনেকেই বলবে এটা আন্তর্জাতিক হয়েছে তাই ২১ শে ফেব্রুয়ারিকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আন্তর্জাতিক তো এ-ই কয়েক বছর আগে হয়েছে। তার আগেও কি ৮ ফাল্গুন পালিত হতো?

ভাষা শহীদদের প্রতি সম্মান রেখে ফেব্রুয়ারি:র ২১ তারিখ না হয়ে ফাল্গুনের ৮ তারিখ অমর হউক।

যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই সারা বিশ্বে হউক ২১ শে ফেব্রুয়ারি, বাংলায় হউক বাংলাদেশের ভাষা দিবস পালিত ৮ ই ফাল্গুন। তাহলে ই শহীদের রক্ত বৃথা যাবেনা।

মাতৃভাষা বাংলা যে ভাষার জন্য আন্দোলন করেছে বাংলা মায়ের দামাল ছেলেরা, বাংলা তারিখেই হউক মাতৃভাষা দিবস ৮ ই ফাল্গুন।

 

লেখক : নাজমা সুলতানা নীলা

সম্পাদক ও প্রকাশক পিপলস নিউজ