• আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আজ সারা দেশে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

| নিউজ রুম এডিটর ৯:৫৬ পূর্বাহ্ণ | মার্চ ২, ২০২৪ তথ্য-প্রযুক্তি, লিড নিউজ

আজ সারা দেশে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা
সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণে শনিবার (২ মার্চ) দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বুধবার (৬ ফেব্রুয়ারী) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে আজ থেকে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। ফলে কারণে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ২ মার্চ সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।