• আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রূপে চ্যাটজিপিটি! জেনে নিন দারুন সব ফিচার

| নিউজ ডেস্ক ১১:৫৮ পূর্বাহ্ণ | আগস্ট ৮, ২০২৫ তথ্য-প্রযুক্তি
প্রযুক্তির জগতে এক নতুন চমক এনেছে চ্যাটজিপিটি! কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই চ্যাটবট এবার এসেছে একগুচ্ছ নতুন ফিচার নিয়ে। এতে করে ব্যবহারকারীরা আরও দ্রুত, স্মার্ট আর ব্যক্তিগত সহায়তা পেতে যাচ্ছেন—ঠিক যেন একজন ডিজিটাল সহকারী।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত উন্নতির কারণে বিশ্বজুড়ে প্রযুক্তি প্রেমীদের মধ্যে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হলো চ্যাটজিপিটি। ওপেনএআই তৈরি এই আধুনিক এআই চ্যাটবট ইতোমধ্যেই লাখ লাখ মানুষের কাজের ধরনে পরিবর্তন এনেছে। এটি প্রশ্নের উত্তর দেওয়া, সৃজনশী, অনুবাদ, প্রোগ্রামিং কোড লেখা এবং ব্যক্তিগত সহকারী হিসেবে নানা কাজে দারুণভাবে ব্যবহার হচ্ছে।

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির প্রতিযোগিতা, মানসিক চাপ ও চাকরি হারানোর চিন্তার মাঝে ওপেনএআই তাদের নতুন এআই মডেল জিপিটি-৫ প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই নতুন সংস্করণকে প্রতিষ্ঠানটি বলেছে চ্যাটজিপিটির সবচেয়ে উন্নত, দ্রুত এবং শক্তিশালী সংস্করণ।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫ ফ্রি এবং পেইড দুইভাবেই ব্যবহার করা যাবে। এই মডেল দ্রুত এবং সঠিকভাবে লেখালেখি, কোডিং ও স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দিতে পারবে। আগের তুলনায় এখন এটা ভুল তথ্য (হ্যালুসিনেশন) তৈরি কম করে। কোনো প্রশ্নের সঠিক উত্তর না জানালে সরাসরি তা জানিয়ে দেবে, যাতে ব্যবহারকারী বিভ্রান্ত না হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই উন্নতি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও ভালো ও নিরাপদ করবে। পাশাপাশি এআইভিত্তিক গবেষণা ও সৃজনশীল কাজেও বিশ্বাসযোগ্যতা বাড়াবে। এটি বিশেষ করে শিক্ষার্থী, গবেষক, প্রোগ্রামার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুব সহায়ক হবে।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘জিপিটি-৫ হলো কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার (AGI) দিকে বড় একটি পদক্ষেপ। এটি এমন পর্যায়ে পৌঁছাতে পারবে যেখানে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা থাকবে।’

তিনি আরও বলেন, ‘জিপিটি-৪ ব্যবহার করলে মনে হতো আপনি একজন কলেজ শিক্ষার্থীর সঙ্গে কথা বলছেন। কিন্তু জিপিটি-৫ ব্যবহার করলে মনে হবে আপনি একজন বিশেষজ্ঞ, এমনকি পিএইচডি স্তরের বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন।’

নতুন মডেলটি শুধু চ্যাটজিপিটির জন্য নয়, যারা ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে নিজের টুল বা সেবা তৈরি করেন তাদের জন্যও উন্মুক্ত থাকবে। অর্থাৎ, এটি কেবল চ্যাটবটের কাজ উন্নত করবে না, ডেভেলপার এবং ব্যবসায়িক ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি করবে।

তথ্যসূত্র: সিএনএন

, , ,