রাজধানীর নীলক্ষেতে গাউসুল আজম সুপার মার্কেটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানিয়েছেন, শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
আগুন লাগার পর গাউসুল আজম মার্কেটের আশপাশের বইয়ের দোকান ও ছাপাখানা বন্ধ করে দেওয়া হয়েছে।