

স্টাফ রিপোর্টার : দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে, এরফলে মানুষ মৃত্যুযন্ত্রণায় ভুগছে। ফলে কঠিন অবস্থায় মানুষ আজ জীবন অতিবাহিত করছে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, দুঃখ লাগে স্বাধীনতার ৫০ বছর পর আজও আমাদের ভোট ও ভাতের অধিকারের জন্য যুদ্ধ করতে হচ্ছে।
আজ ১৬ মার্চ (শনিবার ) বিকেলে পল্লবীর ট ব্লকে রাজধানীর পল্লবী-রুপনগরের ঢাকা মহানগর উত্তর ৩, ৬ (আঞ্চলিক), ৫, ৬, ৭ (আঞ্চলিক) , ৯২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ৭ জানুয়ারির নির্বাচন ছিল ডামি নির্বাচন। দেশের মানুষ দেখেছে ২% মানুষও এ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যায়নি। এমনকি আওয়ামী লীগের লোকজনও ভোট দেয়নি। এ নির্বাচন পৃথিবীর কারও কাছেই গ্রহণযোগ্য নয়। এ নির্বাচন দেশে ও সারা বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করেছে।
দেশের গণতন্ত্র, জনগনের ভোট ও ভাতের অধিকার ও কথা বলার অধিকার না ফিরিয়ে আনা পর্যন্ত এক দফার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমিনুল হক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবুল খায়েরের সন্চালনায়, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশাহ মিয়ার সভাপতিত্বে আসলাম হোসেন গাজীর সঞ্চালনায়,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপনের সঞ্চালনায়, ৬ নং (আঞ্চলিক) ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন সৈয়দের সভাপতিত্বে ও ৭ নং ওয়ার্ড আঞ্চলিক ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুনের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মেহেরুন নেছা হক, মহানগর সদস্য মাহাবুব আলম মন্টু, ছাত্রদল মহানগর পশ্চিমের সদস্য সচিব জুয়েল হাসান রাজ, স্বেচ্ছাসেবক দলের মহসিন সিদ্দিকী রনী বিএনপি নেতা গাজী সিরাজ, রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মজিবুল হক, শেখ হাবিবুর রহমান হাবিব, পল্লবী থানা বিএনপির আহবায়ক কামাল হোসেন খান,যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার,সরাফত আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।