রাশিয়ার দক্ষিণের রোস্তভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে ছয়টি সামরিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। শুক্রবার (৫ এপ্রিল) দক্ষিণ রাশিয়ার লক্ষ্যবস্তুতে এই ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান ধ্বংসের পাশাপাশি আটও আটটি উড়োজাহাজ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অন্তত ২০ জন সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর দাবি, এটা খুবই গুরুত্বপূর্ণ ও বিশেষ অভিযান ছিল, যা রুশদের যুদ্ধ সক্ষমতাকে উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দেবে।
বিমানঘাঁটিতে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে মন্তব্য করা হয়নি। অন্যদিকে বিবিসিও ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
তবে রুশ কর্মকর্তারা বলেছেন, সীমান্তবর্তী অঞ্চলটিতে ইউক্রেনের ৪০টিরও বেশি ড্রোন প্রবেশ করেছিল।
এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত ও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের বিষয়টি ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভও রুশ বিমান হামলার শিকার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার বোমা হামলায় দুজন নিহত হয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সামরিক সহায়তায় রাশিয়াকে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও।