• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

ঈদে নির্মাতা তারেক মাহমুদের ব্যতিক্রমী বিজ্ঞাপনচিত্র

| নিউজ রুম এডিটর ১:৩৬ অপরাহ্ণ | এপ্রিল ৮, ২০২৪ বিনোদন, লিড নিউজ

ঈদ উপলক্ষে বেশ কিছু বিজ্ঞাপনচিত্র প্রকাশ পেয়েছে। এর মধ্যে মোবাইল ফোন নোকিয়ার বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এই বিজ্ঞাপনটিকে আলাদা করে দেখার মূল কারণ এর গল্প। একজন বাকপ্রতিবন্ধী ছেলের গল্প তুলে ধরা হয়েছে এতে।

বিজ্ঞাপনটি নিয়ে নির্মাতা তারেক মাহমুদ সুমন বলেন, ‘সাধারণত বিজ্ঞাপনচিত্রের ক্ষেত্রে প্রোডাকশন হাউসগুলো মার্কেটিং এজেন্সি থেকে গল্পের ব্রিফ পেয়ে থাকে আর সে অনুযায়ী ভিজুয়ালের কাজ করা হয়। তবে এই মোবাইল ফোনের কাজের বিষয়টি একটু আলাদা। মূলত এটি আমি নিজেই লিখেছি, আমার বাস্তবিক অনুপ্রেরণা থেকে। আর এ কারণে এই বিজ্ঞাপনটি আমার জন্য একটু স্পেশাল।’

এ নির্মাতা আরও বলেন, “আমি আসলে লেন্সের চোখ দিয়ে পৃথিবী দেখি, যা অন্যরকম সুন্দর লাগে। লেন্সের চোখকে ‘থার্ড আই’ বলা হয়। তবে আরও একটি চোখ আছে। সেটি হচ্ছে চতুর্থ বা ইনভিজিবল চোখ। মূলত যার ইমাজিনেশন পাওয়ার যত, পৃথিবীটা তার কাছে তেমন সুন্দর।’

সামনে কি এমন ব্যতিক্রমী আরও কাজ নিয়ে আসছেন?
এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবসময় তো ব্যতিক্রমী কাজ নিয়ে হাজির হওয়া সম্ভব নয়, তবে ফুল লেন্থে কাজ করতে পারলে হয়তো চমক দেয়া সম্ভব। শুধু বিজ্ঞাপন করে চমক দেয়ার বিষয়টা বলা মুশকিল।

ঈদ নিয়ে আর কোনো কাজ আসছে কি না, জানতে চাইলে তারেক মাহমুদ বলেন, ‘এবার ঈদে আর কোনো নতুন কাজ নেই। তবে ঈদের পর বেশ কিছু কাজ আছে। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে।’ তবে কাজগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন গুণীশিল্পী আশোক বেপারি। তার সঙ্গে ছিলেন নবাগত মিরাজ এবং সাবরিন আজাদ।