• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

ইবি ছাত্রলীগের ২ সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির শুরু আজ

| নিউজ রুম এডিটর ৫:৫৭ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন-ইবি: তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আদেশ মোতাবেক ২ হাজারের অধিক গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১২ টায় দলীয় টেন্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি মুন্সী কামরুল হাসান অনিক, নাইমুর রহমান জয় ও যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

জানা যায়, তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে দেশব্যাপী ১ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ দিনের মধ্যে ক্যাম্পাসে ২ হাজারের অধিক বৃক্ষরোপণ করবে ইবি শাখা ছাত্রলীগ। এতে প্রাথমিকভাবে আজ একশত বৃক্ষের চারা রোপণ করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার দেয় সংগঠনটির নেতারা। এছাড়াও ব্যক্তি উদ্যোগে সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণকারী শিক্ষার্থীকে বিশেষভাবে পুরস্কৃত করবে শাখা ছাত্রলীগ।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে সারা দেশে যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এরই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের এই ধরনের পরিবেশবান্ধ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।