• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

বিমানবন্দর এলাকায় ভুয়া স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে অভিযান

| নিউজ রুম এডিটর ৪:৫৪ অপরাহ্ণ | মে ৫, ২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।।
আজ সোমবার ৫ ই মে সকাল ১১ টা থেকে বিমানবন্দর এলাকায় বিভিন্ন ভুয়া স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর ট্রাফিকের বিমানবন্দর এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ বিভাগ। তারা সাংবাদিকদের বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ ট্রাফিক বিভাগের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা মোতাবেক আমরা নিয়মিত এই অভিযান পরিচালনা করে যাব।

 

তারা আরো বলেন পুলিশ, সাংবাদিক, ডাক্তার,আইনজিবী, মুক্তিযোদ্বা,বিচারপতি এই ধরনের ষ্টিকার যুক্ত অনেক গাড়ি রাস্তায় চলাচল করতে দেখা যায়। এসকল ষ্টিকার যুক্ত গাড়ির সঠিক ব্যবহারই আমাদের কাম্য।কোন অপরাধী যেন এ সুযোগ গ্রহণ করতে না পারে এই জন্যই আমরা রাস্তায় ষ্টিকার যুক্ত গাড়ি গুলো তল্লাশি করছি। যিনি এই সুবিধা ভোগ করছেন তিনি সঠিক ব্যক্তি কিনা। ফলস্বরুপ ২২টা গাড়ি চেক করে ২ টা গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ট্রাফিক এয়ারপোর্ট জোনের এসি জনাব সাখাওয়াত হোসেন সেন্টু।জসীমউদ্দিন ক্রসিং এর টি. আই. মো ইউনুস মিয়া আখন্দ সহ ট্রাফিকের অন্যান্য কর্মকর্তারা।