• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে ‘প্লান্ট সায়েন্স’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৫:০০ অপরাহ্ণ | মে ৫, ২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন-ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্লান্ট সায়েন্স’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) বেলা সাড়ে ১১ টায় জীববিজ্ঞান অনুষদের উদ্যোগে আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাসরুমে এটি অনুষ্ঠিত হয়।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, তুরস্কের ইদগির বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মেহমেত হাক্কি আলমা এবং একই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইব্রাহিম ডেমিরটাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেনইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে ‘নিউ অ্যাপ্রোচেস ইন প্লান্ট এক্সট্রাকশন মেথডথ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. ইব্রাহিম ডেমিরটাস।