রাজধানী যাত্রাবাড়ীর মাতুয়াইলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস পিকাপ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পিকাপ চালক বাবুল চিশতী (৪৫) এবং কবির হোসেন নামে দুই ব্যক্তি নিহত হয়েছে।
দুর্ঘটনার পর গুরুত্ব আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় । সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক বাবুল চিশতী কে নিহত ঘোষণা করেন। এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেন ও মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থেকে জানা যায় উভয়ের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে বাবুল চিশতীর স্ত্রী নার্গিস বেগম ও কবির হোসেনের স্ত্রী নাসরিন বেগম তাদের স্বামীর পরিচয় নিশ্চিত করে।
নিহত দুজনের বাড়ি শরীয়তপুর জেলায় অবস্থিত।