• আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালের বারা জেলার পরিবহন অফিসের ৪ মাসে সংগ্রহ ২ কোটি ২০ লাখ

| নিউজ রুম এডিটর ১০:৩৯ অপরাহ্ণ | মে ৭, ২০২৪ আন্তর্জাতিক

 

নেপাল প্রতিনিধি : মাধেস রাজ্য সরকারের সহায়তায়, ২৫ শে নভেম্বর থেকে বারা জেলার সদর দফতর, কালাইয়া, গঙ্গাপুরে পরিবহণ ব্যবস্থাপনা অফিসের পরিষেবা শুরু হয়েছিল এবং যেদিন থেকে পরিষেবাটি শুরু হয়েছিল, তার থেকেও বেশি সংগ্রহ করতে পেরেছে। রাজস্ব দুই কোটি টাকা। পরিবহন অফিসের প্রধান নওয়াজ হুসাইন বলেন, এই অফিসে আসা গ্রাহকদের সুবিধাজনকভাবে সেবা প্রদান করা হচ্ছে, বর্তমানে বেশিরভাগ পরিবহন ব্যবস্থাপনা অফিসে বিভিন্ন আর্থিক বিষয়ে বিরক্ত হয়।

অফিসের প্রধান নওয়াজ হোসেন জানান, জনবল কম হলেও অফিসের কর্মীরা দিনরাত কাজ করে সেবা দিচ্ছেন। তিনি বলেন, অফিসে কর্মীরা সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেন, তাই বড় জেলার ট্রাফিক ম্যানেজমেন্ট অফিসের সকল সেবা অনলাইনে প্রদান করা হবে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে কোনো কাজ করা উচিত নয়।

২৩ ফাল্গুন থেকে ওই অফিসে নতুন ও অতিরিক্ত ক্যাটাগরির লাইসেন্সের জন্য আবেদন খোলা হয়েছে এবং এ পর্যন্ত ওই অফিসে ১১৯০ জনের আবেদনে মাত্র ৫৫৮ জন উত্তীর্ণ হয়েছেন এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কারণ তারা পড়া-লেখা করেছে, ব্যবহারিক পরীক্ষায় ফেল করেছে।

আগে ড্রাইভিং লাইসেন্স নিতে বীরগঞ্জ ও হেতৌদা যেতে হতো, কিন্তু এখন সেই সমস্যা মিটে যাওয়ায় এখন কালাইয়ায় ড্রাইভিং লাইসেন্স ইস্যু করায় বড় জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও গ্রাহকরা আসতে শুরু করেছেন। স্কুটার, টেম্পো এবং ট্রাক্টরের মতো যানবাহনের লিখিত ও ট্রায়াল পরীক্ষার পর ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে।