• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি | এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করার দাবিতে ইবি আইন  শিক্ষার্থীদের মানববন্ধন | মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩ |

জাককানইবিতে গুচ্ছ ‘সি ‘ইউনিটের ভর্তি পরিক্ষা সম্পন্ন ।

| Evan Adil ৫:১১ অপরাহ্ণ | মে ১০, ২০২৪ ক্যাম্পাস, লিড নিউজ, শিক্ষাঙ্গন

আসাদুল্লাহ আল গালিব,

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (১০ মে) দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, এই কেন্দ্রে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। পরীক্ষা চলাকালে পুরো ক্যাম্পাস এরিয়া ১৪৪ ধারা বলবৎ ছিল। পরীক্ষা দিতে আসা সকলের দিকনির্দেশনার জন্য ভলান্টিয়ার নিযুক্ত ছিলেন। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, পরীক্ষা দিতে এসে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইনি। স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছি এবং সকলেই সহযোগিতাপূর্ণ আচরণ করেছে। তবে পরীক্ষা কেন্দ্রে ঘড়ি না থাকায় সময় নিয়ে একটু সমস্যা হয়েছে।

 

হাসনাৎ করিম নামে এক অভিভাবক বলেন, পরীক্ষা দিতে আসার পর কোনো প্রতিবন্ধকতা হয়নি। সবকিছু ঠিক ছিল।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৌমিত্র শেখর বলেন, আমরা কড়া নিরাপত্তার আওতায় সব বিধিনিষেধ মেনে সুষ্ঠুভাবে সকল ইউনিটের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।