• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর

| নিউজ রুম এডিটর ৩:২৪ অপরাহ্ণ | মে ১৫, ২০২৪ জাতীয়

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত সব রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকার দুই সিটিতে কোন ব্যাটারিচালিত রিকশা চলবে না; এগুলো বন্ধ করতে হবে।

বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী এ নির্দেশ দেন।

সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ এ সভার আয়োজন করে।

গত ২২ এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ হারান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী। পরে জানা গেছে, ওই বাসটি ছিল প্রায় ৪০ বছরের পুরোনো। প্রশ্ন ওঠে, ফিটনেসবিহীন বাস কীভাবে মহাসড়কে দাপিয়ে বেড়ায়?

বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজ দফতরের কাছেই জানতে চান এতো পুরাতন গাড়ি কীভাবে সড়কে চলে। জানতে চান সড়ক ও মহাসড়কের উন্নয়নের সুফল যাচ্ছে কই।

এরপরই একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনাসহ বেশকিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাজাহান খানের প্রশ্নে খেই হারান সড়ক সচিব।

অনুষ্ঠানে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকার রাস্তা অধিকাংশই সংস্কার করে দুই সিটি, আর রোডট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। তখন মেয়র চাইলেন সেই টাকার ভাগ। উত্তরের মেয়র মুক্তি চাইলেন ব্যাটারিচালিত রিকশা থেকেও।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, রাজধানী ঢাকায় মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করা গেলেও ঢাকার বাইরে তা উপেক্ষিত। আজ থেকেই ‘নো হেলমেট নো ফুয়েল’ সারা দেশে কার্যকরের নির্দেশ দেন তিনি। পুরোপরি বন্ধের ঘোষণা দেন দুই সিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা।