• আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর | গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত ২০০ ছাড়ালো | মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র | দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু | গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত |

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর

| নিউজ রুম এডিটর ৩:২৪ অপরাহ্ণ | মে ১৫, ২০২৪ জাতীয়

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত সব রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকার দুই সিটিতে কোন ব্যাটারিচালিত রিকশা চলবে না; এগুলো বন্ধ করতে হবে।

বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী এ নির্দেশ দেন।

সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ এ সভার আয়োজন করে।

গত ২২ এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ হারান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী। পরে জানা গেছে, ওই বাসটি ছিল প্রায় ৪০ বছরের পুরোনো। প্রশ্ন ওঠে, ফিটনেসবিহীন বাস কীভাবে মহাসড়কে দাপিয়ে বেড়ায়?

বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজ দফতরের কাছেই জানতে চান এতো পুরাতন গাড়ি কীভাবে সড়কে চলে। জানতে চান সড়ক ও মহাসড়কের উন্নয়নের সুফল যাচ্ছে কই।

এরপরই একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনাসহ বেশকিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাজাহান খানের প্রশ্নে খেই হারান সড়ক সচিব।

অনুষ্ঠানে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকার রাস্তা অধিকাংশই সংস্কার করে দুই সিটি, আর রোডট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। তখন মেয়র চাইলেন সেই টাকার ভাগ। উত্তরের মেয়র মুক্তি চাইলেন ব্যাটারিচালিত রিকশা থেকেও।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, রাজধানী ঢাকায় মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করা গেলেও ঢাকার বাইরে তা উপেক্ষিত। আজ থেকেই ‘নো হেলমেট নো ফুয়েল’ সারা দেশে কার্যকরের নির্দেশ দেন তিনি। পুরোপরি বন্ধের ঘোষণা দেন দুই সিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা।