• আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিমানবন্দর ট্রাফিক পুলিশের সচেতনতা মূলক কর্মশালা

| নিউজ রুম এডিটর ৮:৫৮ অপরাহ্ণ | জুন ১০, ২০২৪ আইন ও আদালত

 

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।। আজ ১০ ই জুন আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে বিমানবন্দর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ঈদ যাত্রাকে সুন্দর, সুগম ও আনন্দময় করে তোলার জন্য এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেন।

 

উক্ত  কর্মশালায় উপস্থিত ছিলেন বিমানবন্দর ট্রাফিক পুলিশের এসি সাখাওয়াত, টি আই সারোয়ার, টি আই সমরেশ, টি আই ইউনুস, টি আই জলিল ও সার্জেন্ট আরিফিন সহ মালিক সমিতির কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই।

 

উক্ত কর্মশালায় প্রধানবক্তা এসি সাখাওয়াত বলেন আপনারা মালিক সমিতির পক্ষ থেকে যারা এসেছেন আপনারা চালক এবং গাড়ির অন্যান্য স্টাফদের কে আমার এই বার্তা পৌঁছে দিবেন। তারা যেন অতিরিক্ত ভাড়া আদায় না করেন, যত্রতত্র গাড়ি থামাবেনা। যেখানে বাস বে আছে শুধু সেখানেই গাড়ি থামবে। গাড়ির ভিতর অপরিচিত কারো কোন কিছু খাবেন না। পকেটমার এবং মলম পার্টি থেকে সাবধানতা অবলম্বন করার জন্য স্টাফদের দ্বারা যাত্রীদের সচেতন করে তুলবেন। এর বেত্তয় ঘটলে ট্রাফিক পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে কোনরকম কোন আপত্তি গ্রহণযোগ্যতা পাবে না।

সর্বোপরি তিনি মানিক সমিতির লোকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি কোথাও কোন অনিয়ম দেখতে পান তার ছবি এবং প্রমাণ আমার কাছে প্রেরণ করুন আমি ব্যবস্থা গ্রহণ করিব।