• আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ইবি; দ্রুত হল ছাড়ার নির্দেশ

| নিউজ রুম এডিটর ৭:২৬ অপরাহ্ণ | জুলাই ১৭, ২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের নিরাপত্তার সার্থে অনির্দিষ্ট কালের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার (১৭জুলাই) সকাল ১০টায় ২৬৪তম জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে উদ্ভূত অনভিপ্রেত পরিস্থিতি পর্যালোচনান্তে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৭ জুলাই দুপুর ১ টার মধ্যে ছাত্র হলে অবস্থানরত সকল শিক্ষার্থী ও ১৮ জুলাই সকাল ১০ টার মধ্যে ছাত্রী হলে অবস্থানরত সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদত হোসেন আজাদ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এবং বহিরাগত প্রবেশ বন্ধ করতে হল বন্ধ করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।