মানিক হোসেন, ইবি:ভারতীয় পুরোহিত কর্তৃক মহানবী হযরত মোহাম্মাদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেস করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৭সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বিক্ষোভ মিছিলে তারা ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করেই বাচতে চাই ‘, ‘বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘দ্বীন ইসলাম দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিশ্বনবীর অপমান, রুখে দিবে মুসলমান’, ‘তোমার নেতা আমার, বিশ্বনবী মুস্তফা (সা:)’, ‘সবাই মিলায় হাতে হাত, মোরা নবীর উম্মাত’, সহ বিভিন্ন শ্লোগান দেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক রামগিরি মহারাষ্ট্রের এক ধর্ম সভায় মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তি করা হয়েছে। এতে রাজ্যের এক বিজেপি নেতা তাকে সমর্থন করেছেন এবং মসজিদে ঢুকে মুসলমানদের উপর হামলার হুমকি দিয়েছেন। এতে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সমাবেসে কেন্দ্রীয় মসজিদে খতিব আশরাফ উদ্দিন খান বলেন, মুসলমান রক্ত দিতে পারে তাদের জীবন দিতে পারে কিন্তু বিশ্বনবীর অপমান সহ্য করতে পারেনা। মুসলমান তাদের ধর্ম রক্ষার সর্বদায় জীবন দিতে প্রস্তুত। বিশ্বনবীর কটুক্তিকারীর বিচার না হওয়া পর্যন্ত আমরা ভারতীয় পন্য বর্জন করবো।
বক্তারা আরও বলেন, কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করা মানবতাবাদী আদর্শকে অপমান করা। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। রাসূল (সা.) নিয়ে যারা কটূক্তি করে তারা গোটা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না। এসময় ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।