

চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা আগামী দুই বছরের জন্য ৩৫ এবং স্থায়ীভাবে তা ৩৩ বছর এবং অবসরের বয়সসীমা ৬২ করাসহ রাষ্ট্র সংস্কারে ৪১টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুপুরে দলটির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা অনুষ্ঠানে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে সংবিধানের সন্নিবেশিত করতে হবে। জাতীয় নির্বাচন একদিনে করতে হবে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক সংস্কারের কথা বলা হয়েছে।
এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। জনপ্রশাসনে যোগ্যতা, দক্ষতা ও সততাকে প্রাধান্য দিতে হবে। বিচার বিভাগ সংস্কার, সুপ্রিম কোর্টের অধীনে আইন কমিশন গঠন করার পাশাপাশি বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ চালুর প্রস্তাব দেয়া হয়।
এসময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে তাগিদ দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।